চট্টগ্রামে হত্যা মামলার আসামী ছাত্রলীগ নেতা গ্রেপতার
চট্টগ্রাম নগরীর রেলের টেন্ডারবাজিকে কেন্দ্র করে সিআরবিতে জোড়া খুনের অন্যতম আসামি বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সাইফুল আলম লিমনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর গোয়ালপাড়া থেকে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি সাহেদা সুলতানা।
জানা যায়, ২০১৩ সালের ২৪ জুন রেলের ৫৮ লাখ টাকার টেন্ডার জমাদানকে কেন্দ্র করে সিআরবি এলাকায় যুবলীগের কেন্দ্রীয় নেতা হেলাল আকবর বাবর ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা (পরে বহিষ্কার) নেতা সাইফুল আলম লিমন গ্রুপের গোলাগুলিতে যুবলীগকর্মী সাজু পালিত ও আট বছর বয়সী স্থানীয় শিশু আরমান হোসেন টুটুল নিহত হয়। ওই ঘটনায় কোতয়ালী থানার এসআই মহিবুর রহমান বাদী হয়ে যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর ও ছাত্রলীগ নেতা সাইফুল আলম লিমনহ দু’পক্ষের ৮৭ জনকে আসামি করে মামলা করেন। সোমবার এ মামলায় পুলিশ বাবর ও লিমনকে অভিযুক্ত করে ছাত্রলীগ ও যুবলীগের ৬২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন