রবিবার, ২ আগস্ট, ২০১৫

একজন পিতা তার সন্তানের হত্যাকারীকে ক্ষমা করে দিলেন।

সুবহান আল্লাহ্ ! এই হলো ইসলাম ! ক্ষমা এবং
দয়ার এক বিরল নিদর্শন।
==================================
হত্যাকারী ফায়সাল আল-আমেরী , যাকে
তিনি হত্যা করেছিলেন সেই ব্যাক্তির
পিতা রাবিয়া আল-দউসারীকে সম্মান
জানাচ্ছেন !
এক সৌদি পিতা তার সন্তানের
হত্যাকারীকে ক্ষমা করে দিলেন এই শর্তে
যে তাকে পরিপূর্ণভাবে কুরআন আল-কারীম-এ
হাফেজ হতে হবে !
আল্লাহ্ সুবহান আল্লাহুতায়ালা শ্রেষ্ঠ
ক্ষমাকারী এবং তিনি ক্ষমা করা পছন্দ
করেন ! এই সৌদি পিতা ক্ষমা এবং এক নেক
কাজের নিয়াহ্ করে ইনশাল্লাহ্ আল্লাহ্র
অশেষ রহমতের ভাগীদার হবেন । আল্লাহ্,
তাকে তার সন্তান হারানোর সবরের
বিনিময়ে উত্তম জাযাহ্ দিন ! (আমিন )
আমি গর্বিত কারণ আমি একজন মুসলমান।আমার
ধর্ম কত মহান।
# বিঃ_দ্রঃ মুসলমানদের খারাপ সংবাদ খুব
দ্রুত ছড়িয়ে পড়ে।তাই সবাইকে অনুরোধ করছি
# শেয়ার করার চেষ্টা করুন।যত বেশি শেয়ার
হবে ততই মানুষ পবিত্র ধর্ম ইসলামের আলোকিত
বাণী সম্পর্কে জানতে পারবে।
ছবিটিতে দেখা যাচ্ছে, একজন পিতা তার
সন্তানের হত্যাকারীকে ক্ষমা করে দিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন