বুধবার, ২২ জুলাই, ২০১৫

জামায়াতের কর্মী-সমর্থকদের ১৩টি বাড়ীতে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলা

জামায়াতের কর্মী-সমর্থকদের ১৩টি বাড়ীতে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা২১ জুলাই ২০১৫, মঙ্গলবার, গত ১৯ জুলাই নওগাঁ জেলার রানীনগর উপজেলার বোহার গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের ১৩টি বাড়ীতে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলা-ভাংচুর এবং অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ২১ জুলাই ’১৫ নি¤েœাক্ত বিবৃতি প্রদান করেছেনঃ-
“গত ১৯ জুলাই নওগাঁ জেলার রানীনগর উপজেলার বোহার গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের ১৩টি বাড়ীতে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলা-ভাংচুর এবং অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেয়ার ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একটি দাখিল মাদরাসার সুপার ও জামায়াতে ইসলামীর কর্মী বোহার গ্রাম নিবাসী মাওলানা মোজাফ্ফরের পিতা শফির উদ্দিন মোল্লার সাথে আওয়ামী লীগের কর্মী আমজাদ হোসেনের জমি নিয়ে মামলা চলছিল। আমজাদ হোসেন মামলায় হেরে গিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীদের নিয়ে জামায়াত কর্মী মাওলানা মোজাফ্ফরের পিতা ও তিন ভাইয়ের এবং জামায়াতের কর্মী ও সমর্থকদের ১৩টি বাড়ীতে হামলা-ভাংচুর চালিয়ে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দিয়েছে। সেখানে পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা ত্রাসের রাজত্ব কায়েম করেছে। পুলিশ প্রশাসন আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পরিবর্তে সন্ত্রাসীদেরকে সাহায্য-সহযোগিতা করছে।
অবিলম্বে সন্ত্রাস বন্ধ করে নওগাঁ জেলার রানীনগর উপজেলার বোহার গ্রামে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন