মঙ্গলবার, ২৮ জুলাই, ২০১৫

আল্লামা সাইদীর একটি বিরল ঘটনা...

আল্লামা সাইদীর একটি বিরল ঘটনা...!!দুবাই এর জনগনঅবাক হয়ে দেখল মাওলানা সাইদীর জনপ্রিয়তা...!!..আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতা, দুবাই এর ফাইনালরাউন্ড অনুষ্ঠিত হবে।কর্তৃপক্ষ সারা বিশ্ব থেকেবড় বড় আলেমদের দাওয়াত দিলেন মেহমানহিসেবে ।সেই অনুষ্ঠানে বাংলাদেশ থেকেএকমাত্র মেহমান হিসেবে দাওয়াত পেলেন মাওলানাদেলোয়ার হোসাইন সাইদী।অনুষ্ঠানের দুইএকদিন আগে এই সিদ্ধান্ত হল,এত অল্প সময়ে ভিসারেডি করা সম্ভব ছিল না।কিন্তু দুবাই সরকার উনাকেসরাসরি ভিসা ছাড়াই আন্তর্জাতিক মেহমানের মর্যাদায়তাদের দেশে নিয়ে যায়।তো দুবাইয়ের জনগনসাইদী সাহেবকে কাছে পেয়ে সুযোগটা হাতছাড়া করতে চাইল না,তারা হুজুরকে নিয়ে একটা মাহফিলকরতে চাইল,সরকার তাদের মসজিদে সমাবেশ করারঅনুমতি দিলেন।সেই সময় দুবাইয়ের আইনে মসজিদছাড়া কোথাও সমাবেশ করার নিয়ম ছিল না,এবং অন্যকোন ভাষায় কোন অনুষ্ঠান করা যেত না।আর যেমসজিদে প্রোগ্রামের অনুমতি দেওয়া হলসেখানে মোটামুটি দশ হাজার লোক জমায়েতহতে পারত,কিন্তু আয়োজকেরা সরকারকে বললমসজিদে জায়গা হবে না,ময়দান লাগবে।সাইদীসাহেব আর জনগনের আবেগের প্রতি সম্মানদেখিয়ে সব রেকর্ড ভেংগে সরকার তাদের দুবাইআন্তর্জাতিক ঈদগাহে সমাবেশের অনুমতি দিলেন।অনুষ্ঠানে দুবাইয়ের এটর্নি জেনারেল সহসরকারের কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন।কিন্তুসরকার শুধু মাত্র সাইদি হুজুরের জন্য চেয়ারেরব্যবস্থা করলেন,আর সবাই মাটিতে বসলেন।যথাসময়ে হুজুর তাফসির শুরু করলেন,আর দুবাইয়েরসরকার অবাক হয়ে লক্ষ করল মূহুর্তের মধ্যেবিশাল ঈদগাহ ছাপিয়ে গেছে জনগন।প্রচন্ড তাপউপেক্ষা করে হাজার হাজার মানুষে কানায় কানায় ভর্তিময়দান।এর মধ্যে সাইদী সাহেব সবাইকে হাত তুলেনামাযের জনন্য ওয়াদা করালেন,সরকারি কর্মকর্তারাওহাত তুলে ওয়াদা করলেন,এবং পরে জিজ্ঞেসকরে জানলেন নামাযের জন্য ওয়াদা করানোহয়েছে তখন উনারা হুজুরকে আবার তাদের ওয়াদাকরাতে অনুরোধ করলেন।এভাইবেই সুন্দর ভাবেঅনুষ্ঠান সমাপ্ত হলো।তারপর দিন দুবাই এর প্রধানপত্রিকা দুবাই গালফ নিউজ সহসব পত্রিকায় প্রধান শিরোনাম ছিল সাইদী সাহেবেরসমাবেশ,তারা রিপোর্ট করেছিল সেই সমাবেশেকমপক্ষে পঞ্চাশ হাজারের বেশি মানুষহয়েছিল,আর দুবাই এর ইতিহাসে আগে এবং পরেএত বড় সমাবেশ কোনদিন হয় নি,একজন ব্যক্তিরকথা শোনার জন্য এত মানুষ কোন দিন জমায়েত হয়নি।এই ঘটনাটি বর্ননা করেছেন-দুবাই দারুল উম্মাহমসজিদের সম্মানিত খতিব আল্লামা আবু আহমদ হিফজুররহমান।এই রকম আরো একটি ঘটনা ঘটেছিল রিয়াদে-সেখানেও ৪০-৪২ ডিগ্রী তাপমাত্রা উপেক্ষা করেপঞ্চাশ হাজারের বেশি মানুষ হুজুরের বক্তব্যশুনতে এসেছিল,যা সৌদি আরবের মন্ত্রীরা বিশ্বাসইকরতে পারছিল না যে এই মহা মানবের কথা শোনারজন্য এত মানুষ আসতে পারে।বিদেশে সাইদীর জনপ্রিয়তা নিয়ে এমন অনেকঘটনা আছে,আর দেশের কথা নাই বললাম।চট্টগ্রামে উনার তাফসীর মাহফিলে লক্ষ লক্ষ লোকআসত,একবার সাইদী নিজের জনপ্রিয়তার ব্যাপারেবলতে গিয়ে বলেছিলেন, এই লক্ষ লক্ষ লোকআমার টানে আসে না, এরা আসে আল্লাহরকোরানের টানে...!!!এতটাইবিনয়ী মাওলানা সাইদি,আরএই সাঈদী কাৱাগাৱে বন্দি। আল্লাহ তোমি তাঁকেমুক্ত কৱো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন