মঙ্গলবার, ২৮ জুলাই, ২০১৫

Bangla songs / বাংলা গান

আমার খাতায় প্রতি পাতায় প্রতি কবিতায়তোর কথা যে অজান্তে মা লেখা হয়ে যায়তুই আমার দেশরে।।আমার প্রানে বাজে তোরই অহংকারআমার গানের সুরে মাগো তোরই অভিসার।আমি তোর নিবির মায়াতেআমি তোর স্নেহের ছায়াতেভালবাসার ছবি আঁকি মেঘনা যমুনায়তুই আমার প্রেমরে।।আমার হাসি দোলে তোরই মন ছায়আমার বাঁশী কাঁদে মাগো তোরই বেদনায়।আমি তোর চোখের কাজলেআমি তোর সবুজ আঁচলেচিরদিনের স্বপ্ন দেখি মুক্ত আঙ্গিনায়তুই আমার মা রে ও ও….।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন